
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় পুলিশের হামলায় আহত নারায়ণগঞ্জ জেলা যুবদলের কর্মী মোঃ ইব্রাহীম দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় রবিবার ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জানা যায় ২০২৩ সালের ২৮ অক্টোবর ইব্রাহিম বাড়ির দেড় কিলোমিটার দূরে একটি দোকানের সামনে বসেছিলেন। এ সময় হঠাৎ একদল অস্ত্রধারী সন্ত্রাসী তিনটি অটোরিকশায় এসে কিছু বুঝে ওঠার আগেই তার মাথা ও বুক লক্ষ্য করে গুলি করতে থাকে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথার একদিকে গুলি ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। হত্যাকাণ্ডের পর অটোরিকশা ও মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে।
নিহতের চাচা আবদুল হালিম বলেন, ‘ইব্রাহিমকে আমার সামনেই গুলি করে সন্ত্রাসীরা। এগিয়ে গেলে আমাকে লক্ষ্য করেও তিন চারটি গুলি ছোড়া হয়। আমি ও আমার বড় ভাই কোনো রকমে পালিয়ে বেঁচে গেছি।’
প্রতিবেদনঃ শফিকুর রহমান