
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে মা-মেয়েসহ দুইজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সিকদারহাট গ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন ওই গ্রামের জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শাপলা রানী (৫০) ও তার মেয়ে শর্মিলা রানী (১৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শাপলা রানী ও মেয়ে শর্মিলা রানী নিজ বাড়িতেই থাকতো। স্বামী মাঝে মাঝে বাসায় আসতো। অভাবের সংসার কোনো রকমে দিন কাটতো তাদের। হঠাৎ আজ সোমবার রাতে ওই বাড়ির পাশ দিয়ে চলাফেরার সময় দুর্গন্ধ ছড়িয়ে পরে বাতাসে। পরে আশপাশের লোকজন টচ মেরে ভেতরে দেখতে পায় মা ও মেয়ে দুজনের লাশ। পরে পুলিশে খবর দেন তারা।
স্থানীয়রা আরো জানান, অভাবের সংসারে তারা কষ্টে দিন পার করলেও এমন মৃত্যুর ঘটনা রহস্যজনক। একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মেনে নেওয়া কঠিন, তাই এর সঠিক তদন্ত দাবি করেছেন তারা।
সদর থানার এসআই দীন মোহাম্মদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে, দ্রুতই বিষয়টি পরিষ্কার হবে।
প্রতিবেদনঃ শফিকুর রহমান