২০ ঘণ্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। ভোট গণনা শেষে ফলাফল পেতে বিকেল গড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন।

২০ ঘণ্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। ভোট গণনা শেষে ফলাফল পেতে বিকেল গড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন।
সরেজমিনে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিক ভোট শেষ হওয়ার পর রাত ১০টায় শুরু হয় ভোট গণনা। ওএমআর মেশিন নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় হাতেই গণনা করতে হচ্ছে ভোট। এতে দীর্ঘসময় ধরে কেন্দ্রীয় সংসদের ২৫ এবং হল সংসদের ১৫টি ভোট গণনায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২১টি হলের মধ্যে ১০টির ভোট গণনা শেষ হয়েছে। ভোট গণনা চলছে বাকিগুলোর।
জাকসু নির্বাচন কমিশন সদস্য ড. লুৎফুল এলাহী জানান, ভোট গণনা শেষ করতে বিকেল গড়াবে। তবে দ্রুত শেষ করতে অভিজ্ঞ লোকবল আনার চিন্তা করছে কমিশন।
কিন্তু ২০ ঘন্টা পার হলেও ফলাফল ঘোষণার কোনো হদিস নেই। এজন্য ক্ষুভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। তাদের দাবী কোনো এক দলকে বিশেষ সুবিধা দিতেই এমন তালবাহানা।
দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ১০ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হয়।
প্রতিবেদনঃ শফিকুর রহমান